📅 তারিখ: শনিবার, ২৪ মে
📨 নোটিশদাতা: সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন
📝 নোটিশের মূল দাবি:
হাইকোর্ট সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করায়
লিখিতভাবে ও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান
📲 বির্তকের সূত্রপাত:
গত ২২ এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ নিতে আইনি বাধা নেই বলে রায় দেয় হাইকোর্ট।
এর প্রতিক্রিয়ায় সারজিস আলম তার ফেসবুকে লেখেন:
“মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?”
⚠️ আইনি প্রেক্ষাপট:
আইনজীবী জসিম উদ্দিন মন্তব্যটিকে আদালতের মর্যাদাহানিকর বলে উল্লেখ করেছেন এবং বলেছেন,
“এ ধরনের বক্তব্য বিচার বিভাগের প্রতি জনআস্থা হ্রাস করে।”
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers