ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২০ মে ২০২৫
আপডেট : ২০ মে ২০২৫
এতে অচল হয়ে পড়েছে নগরভবনের সব দাফতরিক কার্যক্রম ও নাগরিক সেবা।
মঙ্গলবার (২০ মে) সকাল ১০টা থেকে ইশরাকের সমর্থকরা নগরভবনের সামনের সড়কে অবস্থান নেন। সেখানে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান বাজানো হচ্ছে। অবরোধের কারণে বঙ্গবাজার থেকে গুলিস্তানের গোলাপশাহ মাজার পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সমর্থকরা দাবি তুলেছেন, ইশরাক হোসেনকে দ্রুত মেয়র হিসেবে শপথ পড়াতে হবে এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ করতে হবে। তারা বিভিন্ন স্লোগানে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
বিএনপির নেতা-কর্মীরা জানিয়েছেন, "জনতার মেয়র" হিসেবে পরিচিত ইশরাক হোসেনকে দায়িত্ব না দেওয়া পর্যন্ত নগরভবনের সামনে তাদের কর্মসূচি চলবে। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
গত বুধবার শুরু হওয়া এই আন্দোলনের কারণে সিটি করপোরেশনের দাপ্তরিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এতে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। ২৮টি নাগরিক সেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
পুরান ঢাকার বাসিন্দা আসমা বেগম জানান, “তিন দিন ধরে আসছি, কিন্তু ফটক বন্ধ। কাউকে দেখা করতে দিচ্ছে না।”
উল্লেখ্য, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী কার্যক্রম বর্তমানে এই ভবন থেকেই পরিচালিত হচ্ছে। ফলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবও কার্যালয়ে প্রবেশ করতে পারছেন না।
ছাত্রদলের কর্মী সুমন হাসান বলেন, “সরকার বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা ইশরাক ভাইয়ের দায়িত্ব বুঝিয়ে দিতে বাধা দিচ্ছেন। এটা সম্পূর্ণ অন্যায়।”
লালবাগের ব্যবসায়ী আদিলুর রহমানের দাবি, “ইশরাককে ষড়যন্ত্র করে হারানো হয়েছিল। আদালত যখন তাঁকে মেয়র ঘোষণা করেছে, তখন যতটুকু সময় আছে, তাঁকে দায়িত্ব পালন করতে দিতে হবে।”