ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১০:২৪ এএম
আপডেট: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১০:২৪ এএম
বুধবার (৩০ জুলাই) সকালে কমিশনের আলোচনার সূচনালগ্নে তিনি বলেন,
“আপনারা যে দায়িত্ব আমাদের দিয়েছেন, তার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ দিক। আমরা চেষ্টা করছি এসব বিষয়ে দ্রুত ঐকমত্যে পৌঁছাতে।”
তিনি আশা প্রকাশ করেন, আগামীকাল (৩১ জুলাই) এর মধ্যেই প্রাথমিক সমন্বিত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করা সম্ভব হবে।
আলোচনায় নারী প্রতিনিধিত্ব সংক্রান্ত বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান ড. রীয়াজ।
এই প্রসঙ্গে তিনি বলেন:
“এই বিষয়ে একটি লিখিত খসড়া অংশগ্রহণকারী দলগুলোর কাছে তুলে দেওয়া হবে।”
এছাড়া, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ–সংক্রান্ত প্রস্তাব আলাদাভাবে দলগুলোর কাছে সরবরাহ করা হয়েছে। এতে নীতিগতভাবে সব দল একমত হলেও সংবিধানে তা কীভাবে প্রতিফলিত হবে, সে বিষয়ে কিছু ভিন্নমত এখনো রয়েছে।
এ পর্যায়ে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব বিষয়ে আলোচনা শুরু হয়নি বলে উল্লেখ করেন আলী রীয়াজ। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিগগিরই এ বিষয়ে আলোচনার সূচনা হবে এবং ইতিবাচক সমঝোতা হবে।
ড. আলী রীয়াজ জানান, এই প্রক্রিয়ায় বিএনপির দেওয়া সুপারিশ ও আপত্তিগুলো স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে, যা আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণে গঠনমূলক ভূমিকা রাখছে।
আজকের মধ্যেই যেসব বিষয়ে সমঝোতা হয়েছে, তার একটি তালিকা দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে।
ড. রীয়াজ বলেন,
“আশা করছি আগামীকাল আমরা একটি সমন্বিত ও গ্রহণযোগ্য খসড়া সনদ সব দলের কাছে তুলে দিতে পারব।”
তিনি অংশগ্রহণকারী দলগুলোর সহযোগিতার প্রশংসা করে বলেন:
“আপনারা শুরু থেকেই যেভাবে সহযোগিতা করে আসছেন, সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।”