প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ ও প্রেস উইং সূত্রে জানা গেছে, বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন ড. ইউনূস।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত মুক্তিযোদ্ধারা। এছাড়াও দিনব্যাপী আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যাতে অংশ নেবে দেশের বিশিষ্ট শিল্পী ও তরুণ সমাজ।
দিনের কর্মসূচি শেষে রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস। ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ড চ্যানেলে।
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে এই আয়োজনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে শিশু, কিশোর, তরুণ এবং প্রবীণদের অংশগ্রহণে দিনটি হয়ে উঠবে একতা ও গণতন্ত্রের প্রতীক।
#জুলাইঘোষণাপত্র #জাতিরউদ্দেশে_ভাষণ #মুহাম্মদইউনূস #গণঅভ্যুত্থান_দিবস #বাংলাদেশরাজনীতি #বিটিভি_লাইভ #JulyUprisingDay2025
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers