পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক ৩৬ জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। বাকি ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলমান এবং কিছু ব্যক্তিকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও চলছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরকার ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনে সহায়তার আশ্বাস দিয়েছে।
বাংলাদেশ সরকার পুনরায় স্পষ্ট করে জানিয়েছে যে, দেশটি সন্ত্রাসবাদ, উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এবং মালয়েশিয়ার সঙ্গে এই বিষয়ে পূর্ণ সহযোগিতার জন্য প্রস্তুত।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
প্রেস সচিব শফিকুল আলম: “সাংবাদিকদের গত ১৫ বছরের কার্যক্রম নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে পূর্ণ তদন্ত হবে।” ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) পর্যালোচনা ও মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers