বুধবার (৬ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এই গান ও এর ভিডিও উপস্থাপন করেন। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।
প্রেস উইং জানায়, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর’ পূর্তি উপলক্ষে রাষ্ট্রদূত কার্সটেন্স গানটি পরিবেশন করেন। গানটির মাধ্যমে তিনি আন্দোলনের প্রতি সম্মান ও একাত্মতা প্রকাশ করেছেন।
তিনি বলেন,
“এই গান আমার পক্ষ থেকে বাংলাদেশের সাহসী জনগণের প্রতি শ্রদ্ধাঞ্জলি।”
রাষ্ট্রদূতের এ ধরনের সাংস্কৃতিক উপস্থাপন আন্তর্জাতিক কূটনীতির এক ভিন্ন রূপ হিসেবেই দেখা হচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, সংবেদনশীল মুহূর্তে এ ধরনের সম্মান ও সমর্থন বন্ধুত্ব আরও সুদৃঢ় করে।
ড. ইউনূস রাষ্ট্রদূতের অভিনব এ উদ্যোগের প্রশংসা করেন এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আশা প্রকাশ করেন।
#জুলাইগণঅভ্যুত্থান #ডাচরাষ্ট্রদূত #আন্দ্রেকার্সটেন্স #মুহাম্মদইউনূস #কূটনীতি #সাংস্কৃতিকসম্পর্ক #বাংলাদেশনেদারল্যান্ডস #Diplomacy #JulyUprising #MusicForSolidarity
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers