ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ১১:২১ এএম
আপডেট: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ১১:২১ এএম
নির্বাচন পূর্ব সময়ে দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে বদলি করা হবে লটারির মাধ্যমে— এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের সুষ্ঠু আয়োজন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য নিরাপত্তা বাহিনীর বিভিন্ন প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“প্রধান উপদেষ্টা ইতোমধ্যে জাতির উদ্দেশে ভাষণে জানিয়ে দিয়েছেন যে, নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেই ধারাবাহিকতায় আজকের বৈঠকে নির্বাচনের সময় প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট ও মাঠ প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে।”
তিনি বলেন, নির্বাচনকালে ডিসি, এসপি, ইউএনও ও ওসিরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তবে অতীতে দেখা গেছে, বিভিন্ন প্রার্থী নিজ নিজ নির্বাচনী এলাকায় পছন্দের কর্মকর্তাদের পোস্টিং চান। এবার সেই সুযোগ না দিয়ে লটারির মাধ্যমে সবার সামনে স্বচ্ছভাবে এসপি ও ওসিদের বদলি করা হবে।
“গণমাধ্যমের সামনে লটারি হবে। যেখানে যে আছেন, সেখান থেকে নির্বাচন শুরুর আগেই বদলি করা হবে। লটারি অনুযায়ী নতুন পোস্টিং দেয়া হবে,” — বলেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
এই উদ্যোগকে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের অংশ হিসেবেই দেখছেন প্রশাসন ও পর্যবেক্ষকরা।
#জাতীয়নির্বাচন২০২৫ #এসপি_ওসি_বদলি #লটারিব্যবস্থা #স্বরাষ্ট্রউপদেষ্টা #নির্বাচনপ্রস্তুতি #বাংলাদেশ_নির্বাচন #স্বচ্ছ_প্রক্রিয়া #আইনশৃঙ্খলা #সরকারি_বদলি #Election2025BD #জাহাঙ্গীরআলম