বুধবার (২১ মে) রাজধানীর উত্তরায় র্যাব ফোর্সেসের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
র্যাবকে আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার সুশাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে র্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়ন, সংস্কার ও পুনর্গঠনে কাজ চলছে। আশা করছি, জনগণ খুব দ্রুত এই উদ্যোগের সুফল পাবে।”
তিনি আরও বলেন, “যখন র্যাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা শুরু হয়, বিশেষ করে বিরোধী মত দমনে, তখন থেকেই গুম, খুনসহ নানা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। ফ্যাসিস্ট সরকারের আমলে এসব অনিয়ম চরমে পৌঁছায়। এ ধরনের রাজনৈতিক ব্যবহার বন্ধ করা এখন সময়ের দাবি।”
সম্প্রতি র্যাবের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাহিনীটি এখন দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয়ভাবে কাজ করছে। অপরাধীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী অভিযানের মতো কার্যক্রমের মাধ্যমে তারা ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers