সকালে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক সংলাপের উদ্বোধনী বক্তব্যে আলী রীয়াজ বলেন, "সময় মতো প্রত্যাশিত অগ্রগতি আসছে না। অনিষ্পন্ন বিষয়গুলো দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমরা সবাই মিলে জাতীয় সনদ তৈরির পথে এগোতে হবে।"
তিনি আরও বলেন, সময়ের স্বল্পতার কারণে এখনই আমাদের অবস্থানগত পরিবর্তন করা জরুরি। কয়েক দিনের আলোচনার মধ্য দিয়ে কাঠামোগত বিষয়ে সম্মতি অর্জন করতে হবে।
আলী রীয়াজের মতে, মানুষের প্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখে রাজনৈতিক দলগুলোকে দায় ও দায়িত্ব বোধ করতে হবে এবং মৌলিক বিষয়ে সকলের মতামত গ্রহণ করে ঐকমত্যে পৌঁছানো সম্ভব।
জাতীয় ঐকমত্য কমিশন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এই কমিশনের সফলতা দেশের জন্য একটি বড় অর্জন হবে।
#জাতীয়ঐকমত্যকমিশন #আলীরীয়াজ #রাজনীতি #ঐকমত্য #জাতীয়সনদ #বাংলাদেশ #রাজনৈতিকসংলাপ #দেশেরঅগ্রগতি #কমিশনব্যর্থতা
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers