সাক্ষাৎকালে ড. ইউনূস ভুটানকে বাংলাদেশের প্রদত্ত বিদ্যমান অবকাঠামোগত সুবিধাসমূহ যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনার উপর গুরুত্বারোপ করেন।
রাষ্টদূত দর্জি বাংলাদেশের চিকিৎসা, শিক্ষা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশের সঙ্গে ভুটানের ঐতিহাসিক বন্ধন ও সহযোগিতা আরও গভীর করার ইচ্ছা জানান। তিনি প্রধান উপদেষ্টার প্রতি ভুটানের প্রধানমন্ত্রী কর্তৃক শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন।
ড. ইউনূস বলেন, “উভয় দেশের তরুণ প্রজন্মের পারস্পরিক সফর ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বন্ধন শক্তিশালী করা উচিত।” তিনি আরও বলেন, “বাংলাদেশ সার্কের চেতনা বজায় রাখতে এবং এগিয়ে নিতে আগ্রহী।”
অবশেষে, ড. ইউনূস নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানান এবং দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
#ভুটান #বাংলাদেশ #রাষ্ট্রদূত #ড_মুহাম্মদ_ইউনূস #দ্বিপাক্ষিক_সম্পর্ক #সার্ক #অন্তর্বর্তী_সরকার
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers