ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত সোমবার এ আদেশ দেন।
গ্রেপ্তার দেখানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন:
গাজীপুর মহানগরের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ
আওয়ামী লীগ কর্মী মোক্তার হোসেন চোকদার
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ
আসাদুজ্জামান রাজন
সালমান এফ রহমানের বিরুদ্ধে গুলশান থানার দুইটি ও মিরপুর থানার এক মামলা রয়েছে। অন্যদের বিরুদ্ধে গাজীপুর, উত্তরা পূর্ব, কাফরুল ও নিউমার্কেট থানার পৃথক মামলা দায়ের হয়েছে।
গুলশান থানায় দায়ের করা এক মামলায় অভিযোগ, সালমান এফ রহমান বাদী নজরুল ইসলামকে তার প্রতিষ্ঠানে চাপ প্রয়োগ করেন। বাদী রাজি না হওয়ায় তাকে অপহরণ, গুম ও হত্যার হুমকি দেওয়া হয়। ২০২২ সালের ১০ সেপ্টেম্বর ডিবি পুলিশ বাদীকে তার বাসা থেকে তুলে আনে বলে অভিযোগে উল্লেখ আছে।
এরপর সালমান এফ রহমান ও অন্য আসামিদের সমন্বয়ে বাদীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোতে জোরপূর্বক বোর্ড পরিবর্তনের ঘটনা ঘটে।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers