ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০২ জুলাই ২০২৫
আপডেট : ০২ জুলাই ২০২৫
বুধবার (২ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার সংলাপের সপ্তম দিনে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে ড. রীয়াজ বলেন,
“দলীয় অবস্থান সবারই আছে, তবু আমরা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগে আশাবাদী। প্রতিদিন হয়তো অর্জন হচ্ছে না, তবে আমরা এক জায়গায় পৌঁছাতে চাই। দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে।”
তিনি বলেন,
“আমরা কেউই পূর্বের অবস্থায় ফিরতে চাই না। সংস্কার আলোচনা এগিয়ে নিতে হবে দেশের স্বার্থে। দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থ সামনে রাখতে হবে। আশা করছি বেশিরভাগ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একমতে আনতে পারব।”
ড. আলী রীয়াজ জানান, দ্বিতীয় দফার বৈঠকে বেশিরভাগ দলই নীতিগতভাবে দ্বিকক্ষীয় সংসদের পক্ষে মত দিয়েছে। উচ্চকক্ষ গঠনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে আসন বণ্টনের প্রস্তাবেও অধিকাংশ দলের একমত। তবে কিছু দল এখনো আপত্তি তুলেছে।
বুধবার সকাল ১১টায় বৈঠক শুরু হয় জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে।
এতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
এর আগে প্রথম ধাপে ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৪৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়। আজ থেকে দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়।
বৈঠকে আজ তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সংক্রান্ত সংবিধান সংশোধনের বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া অন্য অমীমাংসিত বিষয়েরও সমাধান খোঁজা হবে বলে জানা গেছে।
ড. রীয়াজ এর আগে ২৯ জুন বলেছিলেন,
“একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে রাজনৈতিক ঐকমত্য জরুরি। তা ছাড়া সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়।”
#জাতীয়সনদ #আলীরীয়াজ #ঐকমত্যকমিশন #রাজনৈতিকসংলাপ #জাতীয়সংলাপ২০২৫ #সংবিধানসংস্কার #দ্বিকক্ষীয়সংসদ #তত্ত্বাবধায়কসরকার #বাংলাদেশরাজনীতি #BanglaNews #PoliticalReform