ডেস্ক রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ০৯:২৪ এএম
আপডেট: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ০৯:২৪ এএম
আজ সেই ঐতিহাসিক দিনের প্রথম সংবাদদাতা, বর্তমান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানালেন তার সেই মুহূর্তের অভিজ্ঞতার কথা।
এক বছর আগের সেই ঘটনার দিন পরিবার নিয়ে এএফপি ঢাকা ব্যুরো অফিসে হাজির হয়েছিলেন শফিকুল আলম।
আজ ৫ আগস্টের বর্ষপূর্তিতে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে কয়েকটি ছবি ও স্মৃতিচারণমূলক পোস্ট শেয়ার করে তিনি লেখেন—
“বিজয়ের মুহূর্ত। আমি যখন এএফপিতে কাজ করছিলাম, তখন আমার পরিবার এসে আমাকে জড়িয়ে ধরে। কারণ সেদিন আমি শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর সংবাদটি প্রথম ব্রেক করেছিলাম।”
“আল্লাহ আমাকে সব দিয়েছেন। আলহামদুলিল্লাহ।”
শফিকুল আলম বলেন,
“সেই খবরটা সহজ ছিল। শিরোনামটাও সরল: ‘গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালালেন।’ কিন্তু কঠিন ছিল বিশ্বাসযোগ্যতা।”
তিনি জানান, দুপুর ২টার দিকে তার কাছে একটি নির্ভরযোগ্য সূত্র এসে তথ্য দেয়—
শেখ হাসিনা ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তা কর্মকর্তারা জানান আর সময় নেই। এরপর তাকে ও তার বোনকে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর হয়ে একটি সামরিক হেলিকপ্টারে তুলে দেওয়া হয়।
শফিকুল আলমের ভাষায়:
“আমি তখন চিন্তিত ছিলাম—এটা ছাপা হবে কি না। কারণ অনামা সূত্র মানে বড় ঝুঁকি। যদি মিথ্যা হয়, ক্যারিয়ার শেষ। কিন্তু এএফপির দক্ষিণ এশিয়া সম্পাদক—যিনি ক্রিকেট নিয়ে একটি বই লিখেছেন—আমার ওপর পূর্ণ আস্থা রেখেছিলেন।”
তিনি জানান, তিনি সূত্রের নাম ও পদবি শেয়ার করেন শর্ত সাপেক্ষে, এবং সেই মুহূর্তেই হংকং থেকে একটি ‘রেড লেটারড গ্লোবাল অ্যালার্ট’ পাঠানো হয়।
সেই এক লাইনের নিউজ ছড়িয়ে পড়তেই দেশজুড়ে সৃষ্টি হয় জনতার ঢল। নিশ্চিত হয়ে যায়—শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটেছে।
✔️ সেদিন দুপুরের আগেই ‘অবস্থান কর্মসূচি’ চলাকালে হঠাৎ সেনাপ্রধানের ভাষণের ঘোষণায় সাড়া পড়ে যায়
✔️ দুপুর ১টা ৪৫ মিনিটে এএফপি খবর প্রকাশ করে শেখ হাসিনা পালিয়েছেন
✔️ কয়েক মিনিটের মধ্যে জাতীয় টেলিভিশনের স্ক্রলে আসে সেনাপ্রধানের রেকর্ডকৃত ভাষণের খবর
✔️ এরপরই পুরো দেশে আনন্দ মিছিল, উল্লাস, পতাকা মিছিল ছড়িয়ে পড়ে
#Gonobobothan #SheikhHasina #AFPNews #BreakingNewsBD #ShafiqulAlam #PressSecretary #PoliticalChangeBD #HasinaResignation #Bangladesh2024 #JournalismBD #NewsroomStory #5AugustUprising