সোমবার (২৩ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে ৫২৭টি ভেন্যুতে একযোগে কাব কার্নিভাল শুরু হয়েছে। এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের শিশু-কিশোরদের স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণ বাড়বে এবং মূল্যবোধ-ভিত্তিক নেতৃত্ব গঠনে উৎসাহিত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড. মুহাম্মদ ইউনূস বিজয়ী স্কাউট সদস্যদের শাপলা কাব অ্যাওয়ার্ড প্রদান করেন।
অনুষ্ঠানে ড. ইউনূস বলেন:
“স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলন—যেখানে শিশু-কিশোররা শৃঙ্খলা, নেতৃত্ব এবং দেশপ্রেমে গড়ে ওঠে। আমি আশাবাদী, আজকের কাব সদস্যরাই আগামী দিনের সুনাগরিক হয়ে উঠবে।”
#স্কাউটসবাংলাদেশ #শাপলাকাবঅ্যাওয়ার্ড #MuhammadYunus #BangladeshScouts #কাবকার্নিভাল #YunusNews #ChildLeadership #ScoutAward #SkilledYouthBD
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers