শুক্রবার (৩০ মে) টোকিওতে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার হাতে এই ডিগ্রি তুলে দেয়। সামাজিক উদ্ভাবন, দারিদ্র্য দূরীকরণ এবং বৈশ্বিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে ড. ইউনূস উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তার বক্তৃতায় উঠে আসে বর্তমান বৈশ্বিক সংকট, পরিবেশ ধ্বংস, তরুণদের ভবিষ্যৎ নির্মাণ ও ‘থ্রি জিরো থিওরি’ সংক্রান্ত বার্তা। তিনি বলেন, “বিশ্বে টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ অর্জন জরুরি।”
সোকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সুজুকি অনুষ্ঠানে বলেন, “ড. ইউনূস আমাদের সময়ের একজন অগ্রগণ্য চিন্তক ও মানবতার নেতা। তার কাজ কোটি মানুষের জীবন বদলে দিয়েছে।”
চার দিনের সরকারি সফরে অধ্যাপক ইউনূস ২৭ মে টোকিও পৌঁছান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন।
তিনি আগামীকাল (৩১ মে) সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিও ত্যাগ করবেন। সিঙ্গাপুর হয়ে রাতেই তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
📌 সূত্র: বাসস
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers