ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫
আপডেট : ২৪ জুলাই ২০২৫
বৃহস্পতিবার (২৪ জুলাই) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
“নতুন পে কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে।”
বর্তমানে দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন।
তবে গত দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। এতে সরকারি কর্মচারীদের প্রকৃত আয় কমে গেছে, যা নানাভাবে জীবনযাত্রায় প্রভাব ফেলছে।
অর্থনীতিবিদরা অনেক দিন ধরেই নতুন বেতন কাঠামো প্রয়োজন বলে দাবি জানিয়ে আসছিলেন।
💼 প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারীর জন্য সময়োপযোগী বেতন কাঠামো দরকার
📉 উচ্চ মূল্যস্ফীতির কারণে আগের পে স্কেল কার্যকরভাবে ‘অপ্রাসঙ্গিক’ হয়ে পড়েছে
🏛️ অন্তর্বর্তী সরকার ‘ব্যবস্থা সংস্কার’ কার্যক্রমের অংশ হিসেবে এটি করছে
#পে_কমিশন২০২৫ #সরকারি_বেতন #নতুন_পে_স্কেল #জাকির_আহমেদ_খান #সরকারি_কর্মচারী #মুহাম্মদ_ইউনূস #Inflation_Bangladesh #PayCommission #GovtSalaryScale #BangladeshNews