হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:৩০ এএম
আপডেট: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:৩০ এএম
চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারি পরিচালক হায়দার আলী আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২৩ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী চলা অভিযানে ভারতীয় দানাদার রুপা, বিদেশি মদ, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন, ভায়াগ্রা ট্যাবলেট, চায়না দুয়ারী ও বিভিন্ন চোরাচালানকৃত পণ্য জব্দ করা হয়েছে।
তাঁর দেওয়া তথ্যমতে, অভিযানে মোট ১০ কেজি ৮৩৪ গ্রাম ভারতীয় দানাদার রুপা, ১৪৪ বোতল বিদেশি মদ, ১৪ কেজি গাঁজা, ৩৮ বোতল ফেন্সিডিল, ২০ গ্রাম হেরোইন, ৪৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ১০০ পিস চায়না দুয়ারী জাল, ২৯ পিস শাড়ি, ১৩ পিস থ্রিপিস, ২০ কেজি পেঁয়াজের বীজ, ২০০ পিস পাতার বিড়ি, ১২৭ পিস কসমেটিকস সামগ্রী এবং আরও বিভিন্ন চোরাচালান মালামাল উদ্ধার করা হয়েছে। এছাড়া ২টি মোবাইলফোনও জব্দ করা হয়।
আটককৃত দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে বলে হায়দার আলী জানিয়েছেন।
অভিযানকাল: ২৩ থেকে ৩০ জুলাই ২০২৫
অভিযানের এলাকা: দামুড়হুদা, দর্শনা ও মেহেরপুর সীমান্ত এলাকা
জব্দকৃত মালামালের মূল্য: প্রায় ৫৫,২৪,৩৫৪ টাকা
আটক সংখ্যা: ২ জন
#চুয়াডাঙ্গা #বিজিবি #মাদকবিরোধী_অভিযান #চোরাচালান #ভারতীয়_রুপা #ফেন্সিডিল #হেরোইন #বিদেশি_মদ #বাংলাদেশ_সংবাদ #সীমান্ত_নিরাপত্তা