সেনাবাহিনীর ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফির নেতৃত্বে সকাল ৬টায় পরিচালিত এ অভিযানে তাদের বাড়ি থেকে ৫টি রামদা, ১টি চাপাতি, ২টি অ্যান্ড্রয়েড ফোন ও ১টি বাটন ফোন উদ্ধার করা হয়।
ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি জানান, “বর্তমান সময়ে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। আমরা আইনশৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত রাখব।”
তিনি আরও বলেন, “অপরাধমূলক যে কোনো কার্যক্রমের তথ্য দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানাতে সাধারণ জনগণকে আহ্বান জানাচ্ছি।”
#চুয়াডাঙ্গা #অস্ত্রআটক #সেনাবাহিনী #পুলিশ #জয়েন্টঅভিযান #নিরাপত্তা #আইনশৃঙ্খলা #বাংলাদেশ
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers