বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ধামরাই থানার ওসি মো. মনিরুজ্জামান।
নিহত আবুল কাশেম (৫৭) গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকার প্রয়াত রইজ উদ্দিন মাস্টারের ছেলে। তিনি গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি ছিলেন।
আবুল কাশেমের ছোট ভাই খলিলুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পরপর একদল লোক তাকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, কারা তাকে কুপিয়েছে বা কতজন ছিল, তা জানি না। ভাই একা ছিলেন। তাকে একা পেয়ে কুপিয়েছে হামলাকারীরা।
দুপুর ১টার দিকে মৃত অবস্থায় আবুল কাশেমকে হাসপাতালে আনা হয় বলে জানান এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক মো. ইউসুফ।
আবুল কাশেমের স্ত্রী সাহিদা আক্তার বলেন, তার স্বামী রাজনীতির পাশাপাশি মাটির ব্যবসা করতেন। প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে। স্বামীকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখার খবর পেয়ে দৌয়ে গিয়ে তাকে তোলার চেষ্টা করি। এ সময় তিনি হামলার সঙ্গে জড়িত কয়েকজনের নাম বলেন। যারা বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
রাজনৈতিক বিরোধ থেকে আবুল কাশেমকে হত্যা করা হয়েছেন বলে ধারণা গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মোজার।
ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘মাটি ব্যবসা ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে আবুল কাশেমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকারীরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, এমন প্রমাণ পাওয়া গেছে।’
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি মো. মনিরুজ্জামান।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, কোনো অবস্থাতেই মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশাকে উঠতে দেওয়া হবে না। অটোরিকশাগুলো মহাসড়ক থেকে যেসকল ফিডার রোড রয়েছে সেসব ফিডার রোডে অবস্থান নেবে এবং মহাসড়ক থেকে ১০০ মিটার দূরে যাত্রী ওঠানামা করবে। এজন্য তিনি অটোরিকশাচালক এবং যাত্রীদেরও সহযোগিতা কামনা করেন। ...
পরিচালক: কামরুজ্জামান হেলাল।
3180 Braeburn Circle Ann Arbor, Michigan 48108 USAফোন : +1(734) 678-4149
। ই-মেইল: [email protected]
2025 ITV Live All Rights Reserved. Developed By Software Sorcerers.