হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫
আপডেট : ২৪ জুলাই ২০২৫
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৬টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি বিশেষ টহল দল এই অভিযান চালায়।
অস্ত্রগুলো উদ্ধার করা হয়:
গোয়ালপাড়া গ্রামের জাকা মোল্লার ইটভাটা সংলগ্ন এলাকা থেকে
সীমান্তের ৬৪নং মেইন পিলার এবং ৪নং সাব-পিলার থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে
১টি ইউএস (মার্কিন) তৈরী পিস্তল
১টি ম্যাগাজিন
৩ রাউন্ড বুলেট (গুলি)
বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন:
“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।”
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জীবননগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।
স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, এটি অবৈধ অস্ত্র পাচারের একটি অংশ হতে পারে। সীমান্ত এলাকা হওয়ায় চোরাচালান ও অস্ত্র পাচারের ঝুঁকি থেকেই যায় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান।
#জীবননগর #অস্ত্রউদ্ধার #চুয়াডাঙ্গা_সংবাদ #বিজিবি_অভিযান #সীমান্ত_নিরাপত্তা #অবৈধ_অস্ত্র #Maheshpur_BGB #Bangladesh_Border