মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি জেলা পরিষদের সদস্য ও বিভিন্ন বিভাগের দপ্তর প্রধানদের বক্তব্য গ্রহণের মাধ্যমে তদন্ত কার্যক্রম শুরু করে। তবে তদন্ত নোটিশ দেয়া সত্ত্বেও অভিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা এবং তার স্বামী রেবিলিয়াম রোয়াজা তদন্ত কমিটির সামনে উপস্থিত হননি।
এর আগেই ৭ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় জিরুনা ত্রিপুরাকে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে জেলা পরিষদের সকল কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত থাকতে নির্দেশ দিয়েছিল। এই তদন্ত প্রক্রিয়া স্থানীয় প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকারের অংশ বলে মনে করা হচ্ছে।
তদন্ত শুরু: ৩০ জুলাই ২০২৫
তদন্ত স্থান: খাগড়াছড়ি সার্কিট হাউস
অভিযুক্ত: জিরুনা ত্রিপুরা, চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা পরিষদ
অভিযোগ: দুর্নীতি ও অসদাচরণ
মন্ত্রণালয়: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
#খাগড়াছড়ি #জেলা_পরিষদ #জিরুনা_ত্রিপুরা #দুর্নীতি_তদন্ত #পার্বত্য_চট্টগ্রাম_মন্ত্রণালয় #বাংলাদেশ_খবর #স্থানীয়_শাসন #খাগড়াছড়ি_নিউজ
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers