বিপ্লর তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ০৯:০১ এএম
আপডেট: সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ০৯:০১ এএম
খাগড়াছড়ি পৌরসভা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ৮০ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
কাজী মজিবর রহমান, চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (কেন্দ্রীয় কমিটি)
মো. আবদুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (কেন্দ্রীয় কমিটি)
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন:
শাহাদাত হোসেন কায়েশ, সভাপতি, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (কেন্দ্রীয় কমিটি)
হাবিব আজম, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি
মেজবাহ উদ্দিন ইমন, সহ-প্রচার সম্পাদক, কেন্দ্রীয় কমিটি
এছাড়া খাগড়াছড়ি জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “পাহাড়ি ও বাঙালি সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের একত্রে নিয়ে গড়ে উঠুক এক আলোকিত পার্বত্য চট্টগ্রাম। পড়াশোনায় মনোনিবেশ করে শিক্ষার্থীরা যেমন ব্যক্তিগত জীবনে সফলতা অর্জন করতে পারবে, তেমনি জাতিকে দিতে পারবে একটি মেধাসম্পন্ন ভবিষ্যৎ।”
এই সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য এক ধরনের প্রেরণার উৎস হয়ে থাকবে বলে জানান আয়োজকরা।
#খাগড়াছড়ি #SSC2025 #সংবর্ধনা #ছাত্র_পরিষদ #শিক্ষা_সংবাদ #পার্বত্য_চট্টগ্রাম