স্থানীয়রা এবং বন বিভাগের সূত্রে জানা যায়, সোমবার ভোরে বহুরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান গংরা অবৈধভাবে সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান গাছ কর্তন করেন। সোলায়মানের মামা আজিজুল মোল্লা, যিনি একই ওয়ার্ডের বিএনপির সভাপতি, খবর পেয়ে দ্রুত বন বিভাগের কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন।
কড়ইচালা বিট অফিসার মোশারফ হোসেন বলেন, “সংরক্ষিত সামাজিক বনাঞ্চলের অবৈধভাবে কর্তনকৃত গাছগুলো জব্দ করে বিট অফিসে নিয়ে আসা হয়েছে। বন আইনের অধীনে যথাযথ মামলা দায়ের করা হয়েছে।”
এ ঘটনা পরিবেশ ও বন রক্ষায় সচেতন মহলের কাছে গুরুত্ব পাচ্ছে এবং বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
স্থান: সখিপুর উপজেলা, টাঙ্গাইল
এলাকা: হতেয়া রেঞ্জ, কড়ইচালা বিট, রাঙ্গামাটিয়া
আটককৃত মালামাল: ৩ ট্রাফি ট্রাক্টর ভর্তি মূল্যবান বৃক্ষ
অভিযুক্ত: সোলায়মান গংরা (আওয়ামী লীগ), আজিজুল মোল্লা (বিএনপি)
আইনগত ব্যবস্থা: বন আইনে মামলা দায়ের
#টাঙ্গাইল #সখিপুর #বনসংরক্ষণ #অবৈধ_কর্তন #বনবিভাগ #পরিবেশ_সংরক্ষণ #বাংলাদেশ_সংবাদ #প্রকৃতি_রক্ষা
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers