বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫
আপডেট : ২১ মে ২০২৫
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, অক্ষয়ের প্রযোজনা প্রতিষ্ঠান ‘কেপ অব গুড ফিল্মস’ থেকে পরেশ রাওয়ালকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে যে, তিনি পেশাগত দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন এবং এর ফলে প্রযোজককে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
সূত্র অনুযায়ী, অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়াল এই তিনজনকে নিয়ে বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শন পরিচালিত ‘হেরা ফেরি থ্রি’-এর শুটিং শুরু হয়েছিল এপ্রিল মাসে। পরেশ রাওয়াল নিজেই তার এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে সিনেমার অংশ হওয়ার ঘোষণা দেন এবং শুটিংয়ের একটি টিজারও শুট করেছিলেন। কিন্তু সম্প্রতি তিনি জানান, সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন, তবে তার এই সিদ্ধান্তের কোনো নির্দিষ্ট কারণ তিনি জানাননি।
এটি অক্ষয় কুমারের ৩৫ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো সহকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা। পরেশ রাওয়াল এর আগে ২০২৩ সালে ‘ওহ মাই গড টু’ সিনেমা ছেড়ে দিয়েছিলেন, এবং ২০০৯ সালে শাহরুখ খানের ‘বিল্লু বারবার’ থেকেও সরে দাঁড়ান।
‘হেরা ফেরি’ সিরিজের ভক্তদের জন্য এই খবর এক বিরাট হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। সিরিজটির জনপ্রিয় সংলাপগুলো সোশ্যাল মিডিয়ায় মিম হয়ে ছড়িয়ে পড়েছে এবং বর্তমানে ভক্তরা পরেশ রাওয়ালের এই আচরণে অসন্তুষ্ট।