বুধবার (৪ জুন) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) আয়োজিত অনুষ্ঠানে সিনেমাটির ট্রেলার উন্মোচন করা হয়।
সেখানে নিজের চরিত্র এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা মন্তব্য করেন বাঁধন। তিনি বলেন,
“পুলিশের সঙ্গে আমার অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। যেই অভিজ্ঞতার কথা বলে শেষ করা যাবে না। তবে পরবর্তীতে তাদের সম্পর্কে আমার ধারণা বদলেছে। বোঝার চেষ্টা করেছি তাদের বিষয়ে। এরপর প্রথমবারের মত পুলিশের চরিত্রে অভিনয় আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল।”
তিনি আরও যোগ করেন,
“তবে আমরা সবাই মিলে গল্পটি দারুণভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি হলে গিয়ে দর্শক সিনেমাটি দেখবেন।”
‘এশা মার্ডার : কর্মফল’ একটি সামাজিক থ্রিলার ঘরানার ছবি, যেখানে নারী পুলিশ সদস্যকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। চরিত্রে বাস্তবতা আনার জন্য বাঁধন বেশ কিছু প্রস্তুতি নিয়েছেন বলেও জানা গেছে।
সিনেমাটিতে বাঁধনের পাশাপাশি অভিনয় করেছেন পূজা এগনেস ক্রুজ, ফারুক আহমেদ, শরীফ সিরাজসহ আরও অনেকে।
চলচ্চিত্রটি আসন্ন কুরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে। এটি বাঁধনের বড় পর্দায় প্রথম পূর্ণাঙ্গ প্রধান চরিত্রে অভিনয়, যা নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ ইতোমধ্যে তৈরি হয়েছে।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers