ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫
আপডেট : ০৫ জুলাই ২০২৫
আজ শনিবার বেলা ১১টায় বগুড়ার পর্যটন মোটেলে শহীদ পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন,
“ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক, বিচার বন্ধ করা যাবে না। শহীদ ও আহত পরিবারের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।”
তিনি জানান, এনসিপির জুলাই ঘোষণাপত্রে শহীদদের অবদান, মর্যাদা এবং সংস্কারমূলক অঙ্গীকার স্পষ্টভাবে থাকবে।
গণহত্যা–সংক্রান্ত মামলাগুলো নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন,
“সারা দেশে মামলা নিয়ে বাণিজ্য হয়েছে। পুলিশ অনেক আসামিকে ছেড়ে দিয়েছে, জামিন হয়েছে। কারণ, এখনো স্বৈরাচারী দোসররা সক্রিয়। ফ্যাসিস্ট পুনর্বাসনে তারা সহায়ক ভূমিকা রাখছে। এনসিপি এসব মামলা তদারক করবে।”
মতবিনিময় সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেন,
“জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার যেন নিরাপত্তা ও সেবার অধিকার পায়, সে দায়িত্ব রাষ্ট্রের। চিকিৎসা নিয়ে ঝামেলা হলেও রাষ্ট্রের উচিত এখন দায়িত্বশীলতা দেখানো।”
মতবিনিময় সভা শেষে এনসিপি নেতারা শহরের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সাতমাথা পর্যন্ত পদযাত্রা করেন। পদযাত্রা শেষে সাতমাথা মুক্তমঞ্চে একটি পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
#এনসিপি #নাহিদইসলাম #জুলাইআন্দোলন #বিচার #নির্বাচন #সংস্কার #শহীদপরিবার