ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০১ জুলাই ২০২৫
আপডেট : ০১ জুলাই ২০২৫
আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর পল্টনের জাগপা কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রাশেদ প্রধান বলেন:
“জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের এক বছর পূর্ণ হতে চলেছে। কিন্তু আজও আমরা ‘জুলাই সনদ’ প্রকাশ করতে পারিনি। এই ব্যর্থতার দায় কে নেবে?”
তিনি কঠোর ভাষায় বলেন,
“রাজনৈতিক দলগুলো বারবার সময় দিলেও এখনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি। আমরা হাজারো শহীদের রক্তকে ব্যর্থ হতে দিতে পারি না। আগামীর বাংলাদেশ গঠনে ‘জুলাই সনদ’ হতে হবে রূপরেখা। তাই আর দেরি নয়, চলতি **জুলাই মাসেই জুলাই সনদ প্রকাশ করতে হবে।”
রাশেদ প্রধান আরো বলেন,
“যদি আমরা এখনই জুলাই সনদ না প্রকাশ করি, তাহলে ভবিষ্যতে শহীদদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হবে। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা, ভারতীয় আগ্রাসন রুখতে রাষ্ট্রীয় ব্যবস্থা — কোনো কিছুই কার্যকর হয়নি।”
তিনি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাও সমালোচনা করেন:
“তারা এখনো শহীদ ও আহতদের তালিকা প্রকাশ করতে পারেনি। বিচার-সংস্কারের উদ্যোগও দৃশ্যমান নয়।”
এর আগে গতকাল (৩০ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে, জাগপা ঘোষণা করে:
সারা দেশে মাসব্যাপী গণসংযোগ
আগস্টের ৬ তারিখে ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি
“গণহত্যাকারী” শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবিতে প্রচার
দোয়া ও আলোচনায় আরও বক্তব্য দেন:
জাগপা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, নিজামুদ্দিন অমিত, ভিপি মুজিবুর রহমান, মহিদুর রহমান বাবলা, শ্যামল চন্দ্র সরকার, আশরাফুল ইসলাম হাসু, আসাদুজ্জামান বাবুল প্রমুখ।
#জাগপা #জুলাইসনদ #গণঅভ্যুত্থান২০২৫ #শহীদেররক্ত #অন্তর্বর্তীসরকার #ভারতীয়আধিপত্য #আওয়ামীসন্ত্রাস