ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ৩০ জুন ২০২৫
আপডেট : ৩০ জুন ২০২৫
জামায়াতের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।
সাক্ষাৎকালে তারা ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বলেন,
“ইসরায়েল আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করে ইরানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হেনেছে। এতে বহু নিরীহ নাগরিক, সেনা কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী শহীদ হয়েছেন।”
ডা. তাহের শোক বইয়ে স্বাক্ষর করে নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন,
“বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দেশের জনগণ ইরানের পাশে রয়েছে। আমরা দখলদার ইসরায়েলের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ।”
ইরানি রাষ্ট্রদূত মানসুর চাভোসি জামায়াতের এই অবস্থানে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
উভয়পক্ষই আশাবাদ ব্যক্ত করে যে, ভবিষ্যতে বাংলাদেশ ও ইরানের মধ্যকার ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও গভীর ও বহুমুখী হবে।
#জামায়াতেইসলামী #ইরানদূতাবাস #ইসরায়েলহামলা #মধ্যপ্রাচ্যসংবাদ #ইরানবাংলাদেশসম্পর্ক #শোকবই #ইসলামীরাজনীতি #IRAN #IsraelAttack #Diplomacy