এ সময় তিনি বলেন, "যদি দেশে একটি প্রকৃত নির্বাচিত সরকার থাকত, তাহলে এই দায়িত্ব এড়াতে পারত না। কেন বিএনপি নির্বাচন চায়—তা জনগণেরই বোঝা উচিত।"
আহতদের বিষয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তুলে এ্যানি বলেন, “জুলাই আহতদের তাচ্ছিল্য করছে এই সরকার। অথচ এই দায়ভার সরকারেরই ছিল। আমরা আশা করেছিলাম সরকার একটি বিশেষ সেল গঠন করে আহতদের সর্বোচ্চ সহায়তা দেবে, কিন্তু সেটা হয়নি।”
তিনি আরও বলেন, “সরকার পাশে না থাকলেও বিএনপি সবসময় আহতদের পাশে থাকবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।”
আহতদের সঙ্গে হাসপাতালে কর্মচারীদের সংঘর্ষের ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers