ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ০৮:৪৬ এএম
আপডেট: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ০৮:৪৬ এএম
বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“বর্তমান সরকারকে অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে অবিলম্বে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। এই সনদের উপর ভিত্তি করে গণতান্ত্রিক, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা জরুরি।”
ডা. তাহের বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন যে জুলাই সনদ প্রণয়নের কাজ করছে, সরকারকে তার আইনি ভিত্তি তৈরি করতে হবে। তা না হলে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বিফল হয়ে যাবে।”
তিনি স্মরণ করিয়ে দেন,
“১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন, ৭৫-পরবর্তী গণভোট, এবং ১৯৯০-পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের মতো অতীতের বিভিন্ন পটপরিবর্তনে আইনি কাঠামো তৈরি করা হয়েছিল। এবারও এর ব্যতিক্রম হওয়া উচিত নয়।”
জামায়াতে ইসলামী নিজেকে একটি নির্বাচনমুখী দল দাবি করে বলেছে, তারা অতীতের সকল গ্রহণযোগ্য নির্বাচনে অংশ নিয়েছে এবং জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে।
তাহের বলেন,
“সারা দেশে জামায়াতের নির্বাচনী প্রস্তুতি চলছে, কিন্তু নির্বাচন উপযোগী লেভেল প্লেয়িং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি।”
তিনি আরও বলেন,
“সরকার ও প্রশাসনের ভেতরে স্বৈরাচারের দোসরদের সরাতে হবে। নির্বাচন কমিশনসহ প্রশাসনের সকল স্তরে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।”
ডা. তাহের বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের অনিশ্চয়তায় শহীদ, আহতদের পরিবার এবং গণআন্দোলনে অংশ নেওয়া জনগণের মধ্যে উৎকণ্ঠা ও হতাশা তৈরি হয়েছে।”
তিনি সরকারের উদ্দেশে বলেন,
“জনআকাঙ্ক্ষা ও জাতীয় ভবিষ্যৎ রক্ষায় অবিলম্বে জুলাই ঘোষণাপত্রের আলোকে একটি আইনি ভিত্তিসম্পন্ন সনদ তৈরি ও বাস্তবায়ন করুন।”