রোববার (১৮ মে) রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন 'ফিরোজা'-তে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হন অলি আহমদ। দুজনের মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে বন্ধুসুলভ পরিবেশে আলোচনা হয়।
অলি আহমদের গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন রাজ্জাক বলেন, “খালেদা জিয়া ও অলি আহমদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি ও ব্যক্তিগত খোঁজখবর আদান-প্রদান হয়েছে। কর্নেল অলি বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং তার সুস্থতা কামনা করেছেন।”
উল্লেখ্য, খালেদা জিয়া গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যান। এর আগে, ৫ জানুয়ারি অলি আহমদ তার সঙ্গে সর্বশেষ দেখা করেছিলেন।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার রাত সাড়ে ৮টায় গুলশান কার্যালয়ে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। ...
ভোট পেছানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জনের মধ্যে ‘গভীর ষড়যন্ত্রের’ অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভোটারশূন্যতা নয়, ভোটের মাঠে মানুষের পদচারণা দেখতে চায় বিএনপি। নয়াপল্টনে এক বিক্ষোভে তিনি আরও বলেন, তারেক রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে কুরুচিপূর্ণ প্রচারণার পেছনে সরকার নিজেই দায়ী। ...
দুই দশকেরও বেশি সময় পর ঢাকায় বড় ধরনের সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় এ সমাবেশ ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। সড়কে না করে উদ্যানে আয়োজনের সিদ্ধান্তকে দলটি জনস্বার্থে নেওয়া পদক্ষেপ বলছে। ...
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংস ঘটনা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “আওয়ামী লীগ এখনো পেশিশক্তির রাজনীতিতে বিশ্বাস করে।” তিনি অভিযোগ করেন, জনগণের সমর্থন ছাড়া টিকে থাকতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে "দানব" হিসেবে পরিণত করেছেন। ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers