ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫
আপডেট : ০৬ জুলাই ২০২৫
রবিবার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি করেন তিনি। এ সমাবেশ আয়োজন করে বাংলাদেশ গণজাগরণ দল, ২০১১ সালের ৬ জুলাই বিএনপি নেতা ফারুকের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে।
আলাল বলেন—
“শেখ হাসিনা ২ আগস্ট আত্মীয়দের মেসেজ পাঠিয়েছিলেন—‘তোমরা যে যেভাবে পারো দেশ ছেড়ে পালাও’। এই বার্তার ফলেই কেউ গ্রেপ্তার হয়নি, সবাই নিরাপদে দেশ ত্যাগ করেছে। অথচ এই তথ্য কোনো গণমাধ্যমে প্রচার হয়নি, যা হওয়া উচিত ছিল।”
আলাল বলেন,
“ছাত্ররা নয়, ছাত্রীরা, মা-বোনেরাও ছিলেন রাস্তায়। এই আন্দোলনের পেছনে শক্তি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যজোট।”
তিনি আরও বলেন,
“বিএনপির সবচেয়ে বেশি শহীদ, আহত, গুমের শিকার হলেও আমরা কৃতিত্ব দাবি করি না। এটা আমাদের দায়িত্ব ছিল। দেশনেত্রী খালেদা জিয়া শান্তির ডাক দিয়েছেন। আমরা তার সৈনিক।”
পিআর পদ্ধতি নিয়ে শঙ্কা প্রকাশ করে আলাল বলেন,
“এই ‘রঙ্গিলা বাক্স’ মানে পিআর পদ্ধতিতে নির্বাচন। যারা এই পদ্ধতির পক্ষে, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আছে। বেলজিয়াম বা ইসরাইলেও এই পদ্ধতি আছে, কিন্তু সেখানে স্থিতিশীল সরকার নেই।”
তিনি বলেন—
“পুরাতন ভবন ভাঙার আগে পরিকল্পনা লাগে। না হলে সেখানে ঝড়, টর্নেডোর সম্ভাবনা তৈরি হয়। এখন পরিকল্পনা ছাড়াই সিস্টেম বদলের চেষ্টা হচ্ছে। আমরা সে বিষয়ে সচেতন। বিএনপি সে ফাঁদে পা দেবে না।”
#MoeazzemHossainAlal
, #SheikhHasinaEscape
, #PRSystemBD
, #BNP2025
, #StudentMovement
, #PoliticalReformBD
, #FarukAttack2011
, #ZiaSoldiers
, #KhulnaBNP
, #BangladeshPolitics