ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ৩০ জুন ২০২৫
আপডেট : ৩০ জুন ২০২৫
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন,
“পিআর হতে পারে, কিন্তু এটিকে ইস্যু করে দেশের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় কেউ যদি দ্বন্দ্ব সৃষ্টি করে, তাহলে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না। তারা নিজের দলীয় ও ব্যক্তিগত স্বার্থে বিশ্বাস করে।”
তিনি আরও বলেন,
“আজকের যারা ‘বড় বড় কথা’ বলেন, তারা ভুলে গেছেন—বাংলাদেশ কারও একক সম্পত্তি নয়। আওয়ামী লীগ একসময় এমনটা মনে করত, এখন তার ফলাফলও তারা পাচ্ছে।”
বিএনপি নেতা অভিযোগ করেন,
“বিএনপির নেতাকর্মীরা এক লাখেরও বেশি মামলা খেয়েছে। ৫০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে, আর পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছিল। আজ যারা গণতন্ত্রের কথা বলে, তারা সেই বাস্তবতা ভুলে গেছে।”
তিনি ছাত্র সমাজের অবদানের কথা উল্লেখ করে বলেন,
“৮০-৯০ শতাংশ ছাত্রই আত্মত্যাগ করে সাধারণ পরিচয়ে বিএনপিকে প্রতিনিধিত্ব করেছে। তারা কারও ভাড়াটে ছিল না।”
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন,
“পিআর পদ্ধতির নামে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। ড. ইউনুসকে ফাঁদে ফেলার চেষ্টা এবং লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠককে কেন্দ্র করে অপপ্রচার চালানো হচ্ছে।”
তিনি আরও বলেন,
“যারা এ ধরনের দাবিকে হাতিয়ার বানিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা আদতে সরকারের সহচর।”
#বিএনপি #ড_আবদুল_মঈন_খান #জয়নুলআবিদিনফারুক #পিআর_ইস্যু #গণতন্ত্র #রাজনৈতিকসংবাদ #BNPvsAL #তারেকরহমান #ProportionalRepresentation