বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন,
“খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ রাষ্ট্রীয় দায়িত্বের অপব্যবহার করতে না পারে।”
তিনি আরও বলেন,
“তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে যে রায় তিনি দিয়েছিলেন, তার শর্ট ও পূর্ণাঙ্গ রায়ের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য ছিল। সেই রায়ের মাধ্যমে জনগণ ও রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করা হয়েছে।”
পাশাপাশি বাংলাদেশ শিশু একাডেমি ভবন ভাঙা বা স্থানান্তরের উদ্যোগের বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন,
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের মানসিক বিকাশ ও জাতীয় চরিত্র গঠনের লক্ষ্যেই এ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এটি সরানোর উদ্যোগ জাতি গঠনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানান,
“শিশু একাডেমিকে তার বর্তমান স্থানেই রাখতে হবে।”
#খায়রুলহক_গ্রেপ্তার #BNP_সংবাদ #মির্জা_ফখরুল #তত্ত্বাবধায়ক_সরকার #বাংলাদেশ_রাজনীতি #শিশু_একাডেমি
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers