বুধবার (৯ জুলাই) রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন।
ফখরুলের বক্তব্য:
মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে বিএনপি। আর সর্বশেষ যে গণহত্যা হয়েছে, তার সঙ্গে সরাসরি জড়িত শেখ হাসিনা। শুধু ব্যক্তিগতভাবে নয়, দলীয়ভাবেও আওয়ামী লীগের বিচার হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “নির্বাচন ও সংস্কার কখনোই সাংঘর্ষিক নয়। জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। তাই যারা নির্বাচন পেছানোর কথা বলছেন, তাদের আরও চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।”
রাজনৈতিক প্রেক্ষাপট:
গত কয়েক মাস ধরে বিএনপি নেতাদের বিরুদ্ধে চলমান ধরপাকড় ও সহিংসতা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিএনপি সরকারের বিরুদ্ধে ‘গণহত্যা’, ‘গণদমন’ এবং রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে আসছে।
#MirzaFakhrul #BNPvsAL #SheikhHasina #Gonohotta #BangladeshPolitics #Election2025 #PoliticalJustice #AwamiLeague
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers