সুমন মোল্লা, পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটার পদ্মা এলাকায় বলেশ্বর নদীতে অবৈধ ভাবে পোনা মাছধরা জ্বাল উদ্বারে অভিযান চলাকালে অবৈধ পোনা শিকারীদের হামলা, হট নিক্ষেপ এতে ইউএনওসহ উপজেলা প্রশাসনের কয়েক কর্মকর্তা, পুলিশ, কোস্টগার্ড ও আনসার সদস্যসহ মৎস্য বিভাগের মাঝিমাল্লা ৮ জনআহত হয়। আহতদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাৎক্ষণিক ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে ১৬০ অজ্ঞাত করে মামলা করেছে মৎস্য বিভাগ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ এর নেতৃত্তে থানা পুলিশ, কোস্টগার্ড, আনসার সদস্য সহ মৎস্য অফিসের শ্রমিকদের নিয়ে উপজেলার বিষখালি ও বলেশ্বর নদীতে মাছ ধরার অবৈধ জাল উদ্ধারের জন্য দুপুরের অভিযান চালায়। এসময় উপজেলার পদ্মা স্লুইজের পশ্চিম পাশের খাল থেকে মাছ ধরার অবৈধ জাল উদ্ধার করা হয় এবং স্থানীয় জেলে বেল্লাল ফকিরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এবং বেলালের অবৈধ জালসহ অন্যান্য জেলেদের থেকে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করার জন্য দুপুর দেড়টার দিকে পদ্মা স্লুইজের পশ্চিম পার্শ্বে খালের উত্তর পাড়ে উঠানো হলে স্থানীয় উত্তেজিত জেলেরা প্রশাসনের লোকদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে হামলা চালায়। এসময় পুলিশ, কোস্ট গার্ড ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আরও সংবাদ

Write a comment

Your email address will not be published. Required fields are marked *