
জয়পুরহাটে চাঁদা আদায়কালে ভুয়া এসআই আটক
নিরেন দাস, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটে এক ব্যক্তির শরীরে মাদক আছে বলে পুলিশ পরিচয়ে চাঁদা আদায়কালে উত্তম কুমার ঘোষ নামে এক ভুয়া এসআইকে আটক করেছে থানা পুলিশ। জয়পুরহাট পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ থেকে তাকে আটক করে পুলিশ।
আটককৃত ভুয়া এসআই উত্তম কুমার ঘোষ জয়পুরহাট পৌর শহরের বঙ্গবন্ধুপাড়া মহল্লার মৃত ধীরেন্দ্র নাথ ঘোষের ছেলে।
এবিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান, আটককৃত উত্তম কুমার ঘোষ দীর্ঘ দিন থেকে বিভিন্ন এলাকায় পুলিশের এসআই পরিচয় তারা দিয়ে বিভিন্নভাবে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছিলেন।
তিন বন্ধু পাঁচবিবি থেকে বাসে করে জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে নামলে উত্তম কুমার ঘোষসহ তার সাথে থাকা আরও কয়েকজন নিজেদের পুলিশের এসআই পরিচয় দিয়ে তাদের শরীরে মাদক আছে বলে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং বেশ কিছু টাকা হাতিয়ে নেন। বিষয়টি দেখে এক জন সচেতন ব্যক্তি দেখে দ্রুত পুলিশকে খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে পুলিশের পরিচয়দাতা ভুয়া এসআইকে আটক করলে তার সাথে থাকা অন্যরা পুলিশের উপস্থিতি টেরপেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ওসি আরও জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তার সাথে থাকা অন্যদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।