
ব্যাপক আয়োজনে ফ্রান্সে অনুষ্ঠিত হয়ে গেল বন্ধনের “বসন্ত উৎসব”
ফ্রান্স প্রতিনিধিঃ বসন্তের আমেজকে বিদেশের মাটিতে ফুটিয়ে তুলতে প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল “বসন্ত উৎসব”। ফ্রান্সের সামাজিক সংগঠন বন্ধনের আয়োজনে অনুষ্ঠিত হয় এ উৎসব।
বন্ধন এর সভাপতি শিউলী গিয়াসের সভাপতিত্বে জনপ্রিয় উপস্থাপিকা বন্ধন এর সাংগঠনিক সম্পাদিকা প্রিয় ধ্রুব এর উপস্থাপনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল কাশেম।
এছাড়া বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ইউরোবাংলা টিভির ব্যবস্থাপণা পরিচালক আবু তাহির, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নয়ন মামুন ও বন্ধন এর সাধারণ সম্পাদক শিমু।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ বাসন্তী সুন্দরী নির্বাচিত হন নবকণ্ঠ সঙ্গীতা পদক বিজয়ী ইউরোপখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী মুন্নী খন্দকার। তাঁর সম্মানে প্যারিসের বিখ্যাত ফ্যাশন হাউস বি-এলিগ্যান্ট-উইথ প্রিয় এর পক্ষ থেকে তার হাতে পুরষ্কার তুলে দেন প্রতিষ্ঠানের সিইও প্রিয় ধ্রুব।
অনুষ্ঠানে মনকাড়া সব সঙ্গীত পরিবেশন করেন নন্দিত কণ্ঠশিল্পী শিউলী গিয়াস, মুন্নী খন্দকার, বরন বড়ুয়া, রঞ্জিত বড়ুয়া, ইমতিয়াজ, তানমিন হান্নান, নিপসি, নিদুয়া ও আদিফা।