
জেনেভায় বসন্ত উৎসব উদযাপন
সুইজারল্যান্ড প্রতিনিধি: ইয়ূথ বাংলা কালচারাল ফাউন্ডেশন সুইজারল্যান্ড শাখার উদ্যোগে জেনেভায় উদযাপন করা হয়েছে বাংলা ঋতুরাজ বসন্ত। ইয়ূথ বাংলা কালচারাল ফোরাম সুইজারল্যান্ডের ভারপ্রাপ্ত সভাপতি শশী খাঁনের বাস ভবনে নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে নতুন বর্ষকে বরণ করেন স্থানিয় প্রবাসীরা।
অনুষ্ঠানের যৌথ সঞ্চালক শশী খান এবং পৌলোমী দত্ত উপস্থিত সকলকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করেন।
বাংলার ঐতিয্যবাহী রকমারি দেশীয় পিঠা ও খাওয়া দাওয়ার আয়োজন ছিল চোখে পরার মত।নারীরা শাড়ি ও শিশু কিশোরদের গায়ে শোভা পাচ্ছিলো বাহারি রঙের দেশীয পোষাক।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃতিতে ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন রিমি হোসাইন, পুর্ণিমা খান, মিলি হোসাইন, নাহার নাজমুন, জলি চৌধুরী, সেগুপ্তা মোহাম্মদ, বেলি বড়ুয়া, লতা আল আমীন, লাবনী, আকিব সনি সহ আরো অনেকে।
শিশু ও কিশোর শিল্পী নয়োমী, সুপ্ত, মাদিহা, নিধি, রেইন, সোহালী, সুনায়না, রামিশা, নাইরা, রাহা, আহিয়া, উৎস সহ আরো অনেক শিশু।
উপস্থিত প্রায় সকলেই বিভিন্ন খেলা ধুলা প্রতিযোগিতায় গ্রহন করে পুরস্কৃত হন।