নিরেন, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ১টি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ১টি মাগজিনসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব। গোমস্তাপুর উপজেলার বাঘদুয়ার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো, গোমস্তাপুর উপজেলার কাঞ্চনতলার মৃত সাইফুদ্দিন সরকারের ছেলে কামাল উদ্দিন ও ডাকবায়লাপাড়া এলাকার আলম আলীর ছেলে আশিকুল ইসলাম এবং নজরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম লিখন।

র‌্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঘদুয়ার এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলে থাকা ৩ জনকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও সংবাদ

Write a comment

Your email address will not be published. Required fields are marked *