
খাগড়াছড়িতে চারদিন ব্যাপী আর্ট ক্যাম্প সমাপ্ত
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত চারদিন ব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বপ্নের পাহাড়’ শীর্ষক আর্ট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান রবিবার সকালে ইনস্টিটিউট এর সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঞা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মো. আব্দুল আজিজ ও সাবেক অধ্যক্ষ বোধিসত্ত্ব দেওয়ান।
সমাপনী অনুষ্ঠানে শিল্পী জয়দেব রোয়াজা বলেন, এ ধরনের উদ্যোগ শিল্পীদের উৎসাহ দেয়, শিল্পীদের মাঝে মতবিনিমিয় ও শিল্পের কাজের সহায়ক পরিবেশ সৃষ্টি হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, জেলা পর্যায়ে আর্ট ক্যাম্প আয়োজন আসলে বিরাট ব্যাপার। বাঙালি জাতি শিল্প সম্পর্কে কম ধারণা রাখে। এই ধরনের উদ্যোগ শিল্প সম্পর্কে আমাদের জ্ঞান সমৃদ্ধ করবে। তিনি আগামীতে এধরনের উদ্যোগের সাথে সম্পৃক্ত হওয়ার ইচ্ছে পোষণ করেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ গত তিন দিন ধরে আঁকা শিল্পীদের চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। আজ রবিবার সারাদিন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গনে চিত্র প্রদর্শনী চলে।