
খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষুশিবিরের আয়োজন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষুশিবিরের আয়োজন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায়।
সকালে খাগড়াছড়ি পানখাইয়া পাড়া কোয়ান্টাম ফাউন্ডেশন খাগড়াছড়ি সেল চৌধুরী টাওয়ার কার্যালয়ে বিনামূল্যে চক্ষুশিবিরের আয়োজন করা হয়।
এসময় লাইন্স ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালীর চক্ষুশিবিরে দেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা প্রদান, ওষুধ ও চশমা বিতরণ করেন। যে সকল রোগীদের অপারেশন প্রয়োজন নির্ণীত হয়েছে তাদেরকে চট্টগ্রাম বিনা খরচে অপারেশন করার ব্যবস্থা করবে কোয়ান্টাম ফাউন্ডেশন খাগড়াছড়ি।
এইসময় বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, লাইন্স ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালী এতদিন দেশের সুবিধাবঞ্চিতদের মাঝে চিকিৎসাসেবা দিয়ে আসছে। এই অনুষ্ঠানের মাধ্যমে লাইন্স ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চোখের রোগের সচেতনতা ও চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করল এবং ভবিষ্যতে অন্যান্য বিষয়েও কার্যক্রম অব্যহত থাকবে।