
মালয়েশিয়ার কুয়ালালামপুরে মামার বাড়ী নামে রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অভিজাত এলাকা জালান ইম্বির বুকিত বিনতাংয়ে মামার বাড়ী নামে একটি রেস্টুরেন্টের আরো একটি শাখার উদ্বোধন হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রবাসীদের অংশগ্রহনে এর উদ্বোধন করা হয়।
বুকিত বিনতাংয়ের ৫৫, জালান পাডাং এ অবস্থিত এই রেস্টুরেন্টি’র সত্ত্বাধিকারী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সাইফুল ইসলাম। সাশ্রয়ী মুল্যে রুচিশিল দেশীয় খাবার পরিবেশন করা হবে বলে জানান তিনি।
এসময় বিএম বাবুল হাসান, রবিউল ইসলাম রবি, জহিরুল ইসলাম জহির, জাকির হোসেনসহ কমিউনিটির বিভিন্নস্তরের লোকজন উপস্থিত ছিলেন।