
শেরপুরে রোকেয়া দিবসে জয়িতা পুরস্কার পেলেন ৫ সফল নারী
জি এম বাবুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলায় এবার বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতা পুরস্কারে পেয়েছেন ৫ সফল নারী। এদের মধ্যে নানা সংগ্রাম ও কষ্ট করে সন্তানকে প্রতিষ্ঠা করে সফল জননী ফরিদা বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী আফরোজা আক্তার সুমি, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শ্যামা রাকসাম, নির্যাতনকারী বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী আবিদা সুলতানা আল্পনা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় তৃতীয় লিঙ্গের নিশি সরকার এ জয়িতা পুরস্কার পান।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণী সভায় জেলা প্রশাসক মোমিনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি।
এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হান্নান, পিপি চন্দন কুমার পাল, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা প্রমূখ বক্তব্য রাখেন।