ঙ্গলবার (২০ মে) হোয়াইট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের মহাকাশবিষয়ক সামরিক শাখা ইউএস স্পেস ফোর্স-এর জেনারেল মাইকেল গেটলাইন প্রকল্পটির প্রধান কর্মসূচি ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন। এই প্রতিরক্ষা ব্যবস্থা মূলত মহাকাশে স্থাপিত স্যাটেলাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে গড়ে তোলা হচ্ছে।
ওভাল অফিস থেকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, “গোল্ডেন ডোম আমাদের মাতৃভূমিকে রক্ষা করবে।” তিনি আরও জানান, কানাডাও ইতিমধ্যে এই প্রকল্পে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে এই প্রকল্পের অনুমোদন দেন ট্রাম্প। এর মূল লক্ষ্য হলো—একটি উন্নত স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি, যা আকাশপথে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত, ট্র্যাক ও প্রয়োজন হলে তা প্রতিহত করতে সক্ষম হবে।
তবে, মার্কিন বিশ্লেষকদের মতে, এই প্রকল্প বাস্তবায়ন করতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। কারণ এটি রাজনৈতিক বিতর্ক ও অর্থায়নের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
পাকিস্তানে চলমান মৌসুমি বর্ষণে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৪ জন। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট মৃত্যু দাঁড়িয়েছে প্রায় ১৮০ জনে, যার মধ্যে ৭০ জন শিশু রয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA) এ তথ্য নিশ্চিত করেছে। ...
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখা হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে পরোয়ানা বাতিল ও গাজায় যুদ্ধাপরাধ সংক্রান্ত তদন্ত স্থগিতের আবেদন করলেও আদালত তা খারিজ করে দিয়েছে। ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers