ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫
আপডেট : ০৬ জুলাই ২০২৫
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, খামেনি উপস্থিত মুসল্লিদের অভ্যর্থনা জানাচ্ছেন এবং দেশাত্মবোধক গান গাওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন। অনুষ্ঠানে শীর্ষ ধর্মীয় নেতা মাহমুদ কারিমি গান পরিবেশন করেন — ‘ও ইরান’।
এর আগে ইরান-ইসরায়েল সংঘাত চলাকালীন সময় খামেনিকে সর্বশেষ দেখা যায় একটি রেকর্ডকৃত ভিডিও বার্তায়, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে গুঞ্জন ওঠে যে তিনি নিরাপদ বাংকারে আত্মগোপনে রয়েছেন। সেই জল্পনার অবসান ঘটাল এই প্রকাশ্য উপস্থিতি।
১৩ জুন: ইসরায়েল ইরানের পরমাণু ও সামরিক ঘাঁটিতে আকস্মিক হামলা চালায়
২২ জুন: যুক্তরাষ্ট্র ১২৫টি সামরিক বিমান ব্যবহার করে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়
সংঘাত চলে ১২ দিন, প্রাণ হারান ৯০০+ মানুষ
এ সময় ইরানের একাধিক শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানী নিহত হন।
ঘটনার পরপরই ইরানের বিচার বিভাগ হতাহতের সংখ্যা নিশ্চিত করে।
এর আগে, ২৬ জুন প্রচারিত এক ভিডিও বার্তায় খামেনি বলেন:
“মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান কখনোই ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না।”
এই বক্তব্যে তিনি ইরানিদের মনোবল চাঙ্গা রাখার আহ্বান জানান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
#IranIsraelConflict
, #Khamenei
, #MiddleEastCrisis
, #Iran2025
, #Ashura2025
, #AyatollahKhamenei
, #IranWarUpdate
, #USInvolvement
, #IsraelStrike
, #NuclearTensions