ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫
আপডেট : ০৯ জুলাই ২০২৫
তিব্বতে ভারী বর্ষণে হিমবাহ-সৃষ্ট হ্রদের পানি বেড়ে বন্যা
ভেসে গেছে 'ফ্রেন্ডশিপ ব্রিজ', ক্ষতিগ্রস্ত কন্টেইনার ডিপো
৫৭ জনকে জীবিত উদ্ধার, সেনা-পুলিশ-দুর্যোগ বিভাগ যৌথ অভিযানে
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভোতে কোশি অঞ্চলে তেমন বৃষ্টিপাত না হলেও তিব্বতের প্রচণ্ড বর্ষণ এবং হিমবাহ থেকে সৃষ্ট হ্রদের পানি হঠাৎ বেড়ে যাওয়ায় এই আকস্মিক বন্যা দেখা দেয়।
বন্যায় গুরুত্বপূর্ণ ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এ সেতুটি দুই দেশের নাগরিক চলাচল ও সীমান্ত বাণিজ্যের অন্যতম সংযোগপথ ছিল।
নেপালের রাসুয়া জেলার প্রশাসনিক কর্মকর্তা অর্জুন পাওদেল বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল। আমরা এখনো ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও তথ্য সংগ্রহে ব্যস্ত।”
নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত জানান, এখন পর্যন্ত ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ৫৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
নেপালের সীমান্তবর্তী এলাকায় চীন কর্তৃক নির্মিত একটি কন্টেইনার ডিপো বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজদের মধ্যে ৬ জন চীনা নাগরিক সেখানে কাজ করতেন। ডিপোর বেশ কয়েকটি কন্টেইনারও ভেসে গেছে বলে জানা গেছে।
#নেপাল_বন্যা
#চীন_নেপাল_সীমান্ত
#ভোতে_কোশি_বন্যা
#FriendshipBridge
#NepalChinaFlood
#হিমবাহ_বিপর্যয়
#DisasterRelief
#নেপাল_দুর্যোগ