শনিবার (২৬ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হিউম্যান রাইটস সোসাইটির ১১তম মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “এখন মানবাধিকার রক্ষা করা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকার পক্ষ থেকে মানবাধিকারের বিরুদ্ধে বিভিন্ন আইনগত চ্যালেঞ্জ তৈরি করা হচ্ছে।”
তিনি বলেন, “সঠিক মানবাধিকার চর্চা শুরু করতে হবে পাঠ্যক্রম থেকে সমাজের প্রতিটি স্তরে।”
আইন দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করা যায় না উল্লেখ করে উপদেষ্টা বলেন, “প্রতিষ্ঠানগুলোর ভেতরগত কাঠামো পরিবর্তন করতে হবে।
শুধু বাহ্যিক সংস্কার নয়, নিজের চরিত্র ও অভ্যাসে পরিবর্তন আনা ছাড়া টেকসই কিছু সম্ভব নয়।”
#আসিফনজরুল #মানবাধিকার #ক্ষমতারপরিবর্তন #আন্তর্বর্তীসরকার #বাংলাদেশরাজনীতি #ডাকাবিশ্ববিদ্যালয় #HumanRightsConference #নির্বাচন #প্রশাসনিকসংস্কার
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers