ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫
আপডেট : ২৭ জুলাই ২০২৫
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত “জুলাই বিপ্লব” স্মরণে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
আদিলুর রহমান বলেন,
“শেখ হাসিনা পালিয়ে গেলেও, প্রশাসনের বিভিন্ন স্তরে তার দোসররা রয়ে গেছে। তারা আজও অস্থিতিশীলতা তৈরি করতে চায়।”
তিনি আরও বলেন,
“বিচার ব্যবস্থা ও আমলাতন্ত্রের কাঠামো এমনভাবে গঠিত, যা গণতন্ত্র ও জবাবদিহিতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এটি পরিবর্তনের সময় এখনই।”
শিল্প উপদেষ্টা জুলাই আন্দোলনে শহীদদের বিচার দাবি করে বলেন,
“ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে গুম, খুন, গণগ্রেফতার ছিল নিত্য ঘটনা। শিক্ষক, ছাত্র, নারী, শিশু— কেউই তাদের হাত থেকে রক্ষা পায়নি।”
তিনি ঘোষণা দেন,
“জুলাই আন্দোলনের শহীদদের বিচার হবেই।”
তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,
“এই বিচারের দাবিতে তরুণ প্রজন্মকে আরও সরব হতে হবে। তাদের অংশগ্রহণই এই ব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারে।”
আন্তর্জাতিক সম্মেলনটি আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় ঐকমত্য প্ল্যাটফর্ম।
আলোচনা হয় বিচার সংস্কার, প্রশাসনিক জবাবদিহিতা, এবং জুলাই বিপ্লবের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে।
বক্তব্য রাখেন একাধিক বিশিষ্ট বুদ্ধিজীবী, শিক্ষক ও ছাত্রনেতা।
#জুলাইবিপ্লব #বিচারসংস্কার #আদিলুররহমান #ঢাকাবিশ্ববিদ্যালয় #রাজনীতি #BangladeshPolitics #JulyMovement #বিচারব্যবস্থা #তরুণদেরভূমিকা