ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫
আপডেট : ২৭ জুলাই ২০২৫
তিনি বলেন, “কেউ বলছে ১০০ কোটি, কেউ বলছে ২০০ কোটি খরচ হয়েছে। কিন্তু আমরা হিসাব করেই বলছি, এই আয়োজন ৩.৫ কোটি টাকার মধ্যেই সম্পন্ন হয়েছে। কোনো রকম চাঁদা তোলা হয়নি, কাউকে বলাও হয়নি। আলহামদুলিল্লাহ।”
ডা. শফিকুর রহমান এসব কথা বলেন গত শুক্রবার (২৫ জুলাই) ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘রোকন সম্মেলনে’, যা আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত।
১৯ জুলাইয়ের ঐতিহাসিক সমাবেশ ঘিরে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত ব্যানার-ফেস্টুনে সজ্জিত হয়। হাজারো বাস, ট্রেন, লঞ্চ রিজার্ভ করে নেতাকর্মীদের উপস্থিত করা হয় ঢাকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠে, এত বড় সমাবেশে আদতে কত টাকা খরচ হয়েছে?
সমালোচকরা দাবি করেন, জামায়াতের এই সমাবেশে ১০০ থেকে ২০০ কোটি টাকা খরচ হয়েছে। তবে আমির তা সরাসরি নাকচ করেন।
সম্মেলনে জামায়াত আমির জানান, ৫ আগস্টের পর অনেক ব্যবসায়ী টাকার প্রস্তাব নিয়ে আসেন। কেউ কেউ টাকার বস্তা নিয়ে, কেউবা হেলিকপ্টার দেওয়ার প্রস্তাব দিয়ে সাহায্য করতে চেয়েছেন।
❝আমরা ফিরেও তাকাইনি। আমরা রুহানিয়াত নষ্ট করতে চাইনি। আল্লাহকে ভয় করেছি।❞
তাঁর ভাষায়, কেউ টাকার প্রস্তাব দিলে তিনি আগে ‘ব্লাড সুগার’, ‘সিটিস্ক্যান’ করে নিশ্চিত হয়েছেন সেই ব্যক্তি বা অফার “ভেজাল কিনা”।
ডা. শফিকুর রহমান জানান, জামায়াত এখন আর ঋণে জর্জরিত নয়। অতীতে নির্বাচনের সময় বিপুল ঋণের মধ্যে থাকলেও এখন সব পরিষোধ করা হয়েছে।
তিনি বলেন,
“৩০/৩৫টি আসনে নির্বাচন করলেও যদি ১০ গুণ আসনে প্রস্তুতি নিতে হয়, জামায়াত তা পারবে ইনশাআল্লাহ।”
সম্মেলনের একপর্যায়ে জামায়াত আমির বলেন,
“আমাদের কোনো নেতাকর্মী চাঁদাবাজি কিংবা সন্ত্রাসে জড়িত না। যারা দল পরিচালনা করতে পারে না, তারা দেশ পরিচালনার যোগ্য নয়। জামায়াত দলও চালাতে পারে, দেশও পরিচালনা করতে পারবে।”
📍 সমাবেশের তারিখ: ১৯ জুলাই ২০২৫
🏛️ স্থান: সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা
🧾 ঘোষিত খরচ: ৩.৫ কোটি টাকা (জামায়াতের দাবি)
❌ বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় দাবি ১০০-২০০ কোটি টাকার খরচ
🗣️ অভিযোগ প্রত্যাখ্যান: চাঁদা তোলা হয়নি, বিত্তবানদের অফার ফিরিয়ে দেওয়া হয়েছে
🧠 ভবিষ্যৎ পরিকল্পনা: বেশি আসনে নির্বাচন, বড় প্রস্তুতি
🕌 দলীয় বার্তা: সংগঠন নিয়ন্ত্রণে সফল, দেশ পরিচালনার সক্ষমতা রয়েছে
#জামায়াতে_ইসলামী #ডা_শফিকুর_রহমান #সোহরাওয়ার্দী_সমাবেশ #রাজনীতি #নির্বাচন২০২৫ #সমাবেশ_খরচ #চাঁদা_বিতর্ক #ইসলামী_রাজনীতি #বাংলাদেশ_রাজনীতি